[ডিজিটাল মার্কেটিং][carousel][6]

Monday, June 7, 2021

ডিজিটাল মার্কেটিং বাংলাদেশ - ডিজিটাল মাঝি

June 07, 2021

ডিজিটাল মার্কেটিং বাংলাদেশে কি রকম প্রভাব বিস্তার করছে তা কমবেশি সকলেরই জানা। আমাদের দেশের স্কুল কলেজের স্টুডেন্ট থেকে শুরু করে অনেক চাকরিজীবী বর্তমানে স্বনামধন্য আইটি ইনস্টিটিউট গুলিতে ঘুরছেন ডিজিটাল মার্কেটিং শেখার জন্য। তাদের উদ্দেশ্য বাংলাদেশ থেকে ডিজিটাল মার্কেটিং শিখে কিছু উপার্জন করা এবং যুগের সাথে তাল মিলিয়ে নিজেকে টিকিয়ে রাখা।

ডিজিটাল-মার্কেটিং-বাংলাদেশ

ডিজিটাল মার্কেটিং বাংলাদেশ

বর্তমানে আইটি বাজারে বাংলাদেশ যেমন অন্যান্য বিষয়ে পিছিয়ে নেই ঠিক তেমনি ডিজিটাল মারকেটিং নিয়েও বাংলাদেশ পিছিয়ে নেই। আমাদের দেশে অনেক সম্ভাবনাময় স্টুডেন্ট রয়েছে যারা ফাইবার আপ ওয়ার্ক এ সকল মার্কেটপ্লেসে কাজ করে বৈদেশিক মুদ্রা বাংলাদেশের নিয়ে আসছেন। যা অনেককেই অনুপ্রাণিত করে। আবার একদল রয়েছে যারা এর ভালো দিক নেয়ার জন্য দ্বারে দ্বারে ঘুরছেন শেখার জন্য। আমরা এই একদল মানুষ কেউ যদি স্কীলড করে গড়ে তুলতে পারি তাহলে ডিজিটাল মার্কেটিং বাংলাদেশের জন্য এক অভূতপূর্ব সম্ভাবনার দ্বার খুলে দেবে। 


ডিজিটাল মার্কেটিং এ বাংলাদেশ সরকারের ভূমিকা 

আইটি প্রযুক্তিতে বাংলাদেশের আপামর জনগণ কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশ সরকার অনেকগুলি প্রজেক্ট বাস্তবায়ন করছে এবং হাতে নিয়েছে। তার মধ্যে অন্যতম এ টু আই; যার দ্বারা আমাদের দেশের সাধারণ মানুষ আইটি স্কিল নিতে পারছে বিনামূল্যে। পাশাপাশি বাংলাদেশ সরকার সেই সকল মানুষকে স্বীকৃতি দেয়ার জন্য নিয়ে এসেছে ফ্রিল্যান্সার আইডি কার্ড এবং ফ্রিল্যান্সারদের বাহির থেকে নিয়ে আসা ডলারের উপর ইনসেনটিভ। যা আমাদের দেশকে ডিজিটাল মার্কেটিং বাংলাদেশ এর দিকে আরো এক ধাপ এগিয়ে দিবে।


ডিজিটাল মার্কেটিং বাংলাদেশ গড়তে ডিজিটাল মাঝি 

ডিজিটাল মাঝি; সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অনলাইন বিজনেস, এন্টারপ্রিনিউরশিপ এই সকল বিষয় গুলি কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বদ্ধপরিকর। তারা আগামীতে বাংলাদেশকে ডিজিটাল মার্কেটিং বাংলাদেশ হিসেবে তৈরি করার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। ডিজিটাল মাঝি আপনাদের সকলের দোয়া প্রার্থী এবং আপনাদের একটি শেয়ার আরেকজন ডিজিটাল মাঝি তৈরি করতে সহায়ক ভূমিকা হিসাবে কাজে আসবে বলে আমরা মনে করি।

ডিজিটাল-মার্কেটিং-বাংলাদেশ-গড়তে-ডিজিটাল-মাঝি

ডিজিটাল মার্কেটিং এ বাংলাদেশের ভবিষ্যৎ  

ডিজিটাল মার্কেটিং সেক্টরে বাংলাদেশের ভূমিকা ভবিষ্যতে আরো-আরো অনেক বেশি মূল্যায়ন ফেলবে এবং বৈদেশিক মুদ্রা আমাদের দেশে নিয়ে আসবে বলে আমি মনে করি। এমনকি বলার কারন হলো, আমরা আমাদের পেটের ভাত যোগানের জন্য হলেও আমরা ডিজিটাল মার্কেটিং শিখব এবং কষ্ট করে একটি বা দু'টি ক্লায়েন্ট জোগাড় করে তাকে সার্ভিস দিয়ে হলেও আমরা বৈদেশিক মুদ্রা দেশে নিয়ে আসব এবং আমরা আমাদের, আমাদের দেশের, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্যে একটি ডিজিটাল মার্কেটিং বাংলাদেশ উপহার দেব।


এভাবে বলার কারণ কি?

ঠিক আছে আমি আরো একটু ভেঙ্গে বুঝিয়ে বলি। আমি বাংলাদেশের ঢাকায় বসবাস করি এবং আমি এই করোনাকালীন সময়ে যখন এই আর্টিকেলটা লিখছি তখন বহু মানুষকে আমি দেখেছি যারা কাজের অভাবে বা কাজ না পেয়ে বা কাজ চলে যাওয়ার কারণে ঢাকা ছেড়ে তার ভিটা মাটির দিকে চলে যাচ্ছে। আমরা কিন্তু পরিশ্রম করতে জানি। আমাদের দরকার শুধু কাজে। আমরা যে টাকা দিয়ে ক্লায়েন্টের কাজ করে দেই সেই টাকা দিয়ে পৃথিবীর আর দ্বিতীয় কোন দেশ ক্লায়েন্টের কাজ করে দেয় না। তাই তো বলছি, যদি আমরা কাজ শিখতে পারি। আমরা কম টাকায় হলেও কাজ করে দেবো। ক্লায়েন্ট আমাদেরকে পে করবে যা আমাদের জীবন জীবিকার মাধ্যম হবে।


ডিজিটাল মার্কেটিং বাংলাদেশ গড়তে আমাদের কি করণীয়?

যুগের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ এগিয়ে যাবেই। আপনাকে যদি ডিজিটাল মার্কেটিং বাংলাদেশ এর সাথে তাল মিলিয়ে চলতে হয় তবে আপনার ডিজিটাল মার্কেটিং শিখে ফেলা দরকার। ডিজিটাল মার্কেটিং জানা থাকলে আপনি নিজে যেমন একধাপ এগিয়ে থাকবেন ঠিক তদ্রুপ আপনার পরবর্তী প্রজন্ম এগিয়ে থাকবে। তাই নতুনত্বকে এড়িয়ে না চলে নতুনত্বকে বরণ করতে শিখুন। 


Saturday, June 5, 2021

ডিজিটাল মার্কেটিং কোর্স - ডিজিটাল মাঝি

June 05, 2021

বর্তমান সময়ে যদি বলা হয়, অবসর সময় কি করে কাটাতে চান? তাহলে বেশিরভাগ স্টুডেন্ট থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক সকলেই উত্তর দেয় ডিজিটাল মার্কেটিং কোর্স করতে চাই। এটা আসলে বলাই বাহুল্য যে, ডিজিটাল মার্কেটিং কোর্স করতে চাওয়াটা সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। আমরা সকলেই বর্তমানে ডিজিটাল মার্কেটার হতে চাই। আমরা ডিজিটাল মার্কেটিং শিখে উপার্জন করতে চাই। হয়তো আমাদের মধ্যে অধিকাংশই জানিনা প্রসেস টা কি? তাই আমরা ডিজিটাল মার্কেটিং কোর্স করার জন্য আগ্রহী হয়ে উঠি এবং কোথায় ভালো মানের ডিজিটাল মার্কেটিং কোর্স করানো হয় সেটা খুঁজতে থাকি।


ডিজিটাল মার্কেটিং কোর্স কোথায় শেখা যেতে পারে?

সত্যি কথা বলতে আমি ডিজিটাল মার্কেটিং কোর্স এর  জন্য কাউকে রেফারেন্স হিসেবে নাম বলতে চাই না। তারপরও আপনি যেহেতু এই প্রশ্নের উত্তর খুঁজছেন তাই আপনাকে আমি প্রথমেই বলব আপনি আপনার এরিয়াতে ঘুরে দেখুন যে কোন ইনস্টিটিউট বা বড় ভাইয়েরা আছে, যারা ডিজিটাল মার্কেটিং কোর্স করিয়ে থাকে তাদের মধ্যে থেকে যাদের অবস্থান একটু ভালো, যারা আপনার সাথে একটু ফ্রেন্ডলি তাদেরকে আপনি বেছে নিতে পারেন। কোর্স করার জন্য কিন্তু আর একটি কথা না বললেই নয়, কোর্স করাটা শুধু আপনার শেখার পথে সিঁড়ি হয়ে দাঁড়াতে নাও পারে। এজন্য প্রথমে একটু নিজেকে তৈরী করার জন্য আমাদের ডিজিটাল মাঝির প্রধান সাইটটি ভিজিট করে আসতে পারেন।


ডিজিটাল মার্কেটিং কোর্স শুরু করার আগে কি করণীয়?

খুবই চমৎকার একটি প্রশ্ন যেটা আপনার কৌতুহল দূর করতে সহায়তা করবে। আমি অনেক খুশি যে এই প্রশ্নটির উত্তর আমি দিতে পারছি। ডিজিটাল মার্কেটিং কোর্স শুরু করার আগে কি করনীয়? এটা আপনার কোর্স করতে চাওয়ার যে ক্ষুধাটা রয়েছে সেটা পরিপূর্ণভাবে পূরণ করার জন্য সবচেয়ে বেশি সহায়ক হবে। প্রথমেই বলতে চাই কোর্স করার আগে ডিজিটাল মাঝি একটু ঘুরে দেখতে পারেন কারণ এই সাইটে ডিজিটাল মার্কেটিং নিয়ে অনেক রিসোর্স রয়েছে যা আপনাকে অনেক কিছু শিখিয়ে দেবে। এর পরে যেটা করতে পারেন, সেটা হল কিছু ইউটিউব ভিডিও দেখতে পারেন। যে ভিডিওগুলি আপনাকে এটা বুঝাতে সাহায্য করবে যে আসলে আপনি এই কোর্সের জন্য কতটুকু তৈরী। আপনি একটি কোর্স শুরু করলেন এবং সেই কোর্সের ক্লাস গুলি করলেন এবং ক্লাস গুলি করার পর আপনি দেখলেন যে আপনার দ্বারা এটা হয়তো বা একটু কঠিন হয়ে পড়ছে। কিন্তু সেই কঠিনতা দূর করার জন্য ডিজিটাল মাঝি এবং ইউটিউব ভিডিওগুলি আপনাকে সহায়তা করবে বলে আমি মনে করি।

ডিজিটাল-মার্কেটিং-কোর্স

ডিজিটাল মার্কেটিং কোর্স চলাকালীন কি করা উচিত?

আপনি যদি একটি ডিজিটাল মার্কেটিং কোর্স করতে থাকেন এবং সেই কোর্স চলাকালীন সময়ে আপনি যদি মনে করেন যে আপনি ক্লাসে আসছেন এবং শিখতে শুরু কোরেছেন। তাহলে আপনি আসলেই ভুল করছেন। আপনি ক্লাসটি করার পর এই ক্লাস এর ভিডিও যদি আপনাকে স্যার প্রোভাইড করে থাকে, অথবা লেকচার দিয়ে থাকে তা অবশ্যই বাসায় এসে প্র্যাকটিস করুন। ক্লাসে যতটুকু প্র্যাকটিক্যাল আপনি শিখেছেন তা নিজে নিজে আরেকবার পড়ুন এবং সবচেয়ে ভাল হয় আপনি যেটা শিখেছেন সেটা আপনার ফ্যামিলির অথবা আপনার বন্ধু বান্ধবীর কাউকে আপনি সেটা পুরোপুরি শিখিয়ে দিন। আপনি ভাবছেন যে এটা হয়তো বা আপনার থেকে চলে যাচ্ছে। আপনার ক্ষতি হচ্ছে। আসলে কিন্তু তা নয়। আপনি যখন আরেকজনকে বোঝাতে সক্ষম হবেন। তখনই আপনি সবচেয়ে বেশি শিখতে পারবেন। 


কোর্স করে কি উপার্জন শুরু করে ফেলা সম্ভব?

এটা নির্ভর করে সম্পূর্ণরূপে আপনার কি পরিমান স্কিল রয়েছে তার ওপর। আপনার যিনি টিচার রয়েছে তার ইন্সট্রাকশন অনুযায়ী কাজ করে আপনি হয়ত কোর্স শেষ করার পূর্বেই উপার্জনে যেতে সক্ষম হতে পারেন। কিন্তু আপনার স্কিল লেভেল যদি একটু কম থাকে তাহলে আপনার অবশ্য অবশ্যই ধৈর্য ধরতে হবে তবে আমি এটুকু বলব কোর্স করা মানেই উপার্জন করা নয়। আপনি একটি লাইন বা পথ বেছে নিয়েছেন। আপনাকে সেই পথে হাটতে হবে তবে ধৈর্য এবং সময় নিয়ে এগোতে হবে। তাহলেই আপনি সফলতার দেখা পাবেন। 


ডিজিটাল-মার্কেটিং-কোর্স-শুরু-করার-আগে-কি-করণীয়

কোর্স কি অনলাইন এ করবো নাকি সামনা সামনি?

যদি সুযোগ থাকে তবে অবশ্য অবশ্যই কোর্স আপনার টিচারের সামনাসামনি করার চেষ্টা করুন। কিন্তু যদি কোন সুযোগ না থাকে, আপনি যদি নিরুপায় থাকেন এবং আপনার টিচার ও যদি নিরুপায় থাকে তবে কোর্স অনলাইন এ করুন। আমি পার্থক্য করতে চাই না যে, কোনটা ভালো? তবে সামনাসামনি হলে আপনার এক্সপ্রেশন দিয়ে আপনার টিচার খুব সহজেই বুঝতে পারবে যে আপনার কোন জিনিসটা শিখতে ভাল স্বাচ্ছন্দ্যবোধ করছেন। আর কোন জিনিসটা বুঝতে একটু কঠিন মনে হচ্ছে।

Tuesday, May 25, 2021

ডিজিটাল মার্কেটিং শিখতে কতদিন লাগে - ডিজিটাল মাঝি

May 25, 2021

আমরা যারা ডিজিটাল মার্কেটিং শিখতে চাই, তারা সবসময় খুঁজতে থাকি যে, ডিজিটাল মার্কেটিং শিখতে আসলে কত সময় লাগবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে হয়তো বিভিন্ন ইনস্টিটিউটের ডিজিটাল মার্কেটিং কোর্সের মেয়াদ দেখেছেন। কোনো ইনস্টিটিউট বলছে শর্ট কোর্স যা ১০ থেকে ১৫ দিনের আবার কেউ বলছে ৩ মাস আবার কেউ বা ৬ মাস আবার কেউ বলে ফেলছে যে ১ বছরের ডিপ্লোমা। 

এসব দেখে ঘাবড়ানোর কিছু নেই। এসব দেখে আপনি ভাবছেন আপনার ডিজিটাল মার্কেটিং শিখতে এমনি সময় লাগবে। আসলে এটা আপনার একটা ভুল ধারণা হতে পারে। 


ছোট টপিক নয়!

প্রথমেই বলে নেই, ডিজিটাল মার্কেটিং - এটা ছোট টপিক নয়। ডিজিটাল মার্কেটিং আসলে অনেক গুলি কোর্সকে সমন্বয় করে থাকে। ইলেকট্রনিক ডিভাইস এ ইন্টারনেট সংযুক্ত আছে তাহলেই সেই ডিভাইস ইউজার আপনার ডিজিটাল মার্কেটিং নেটওয়ার্ক এর আওতায় পরে যাবে। অর্থাৎ আপনি সেই ইউজার এর কাছে কি করে আপনার প্রোডাক্ট/সার্ভিস প্রমোট করবেন তা আপনাকে শিখে হবে। বিষয় টি যত সহজে লিখে দিলাম আসলে সেটা সঠিক ভাবে করতে পারার জন্যে আপনার ডিজিটাল মার্কেটিং এর স্কিল গুলির পারদর্শিতাও সেই লেভেল এর হতে হবে।


ডিজিটাল-মার্কেটিং-শিখতে-কতদিন-লাগে

তাহলে ডিজিটাল মার্কেটিং শিখতে কতদিন লাগে?

ডিজিটাল মার্কেটিং এর বেসিক এ ভালো হতে গেলে আপনার কমপক্ষে ১ বছর লেগে থাকতে হবে। আর যদি আপনি প্রফেশনাল লেভেল এর একজন হতে চান তাহলে আপনাকে কয়েকটি বছর রুটিন করে ডিজিটাল মার্কেটিং এর টপিক গুলি চর্চা করে যেতে হবে। আমার কথায় আপনি যদি একমত না হন তাহলে আমি আমার দিক থেকে ক্লিয়ার করে দেই। এখানে আমি যে সময় টা প্রজেকশন করেছি তা একজন ফ্রেশার এর জন্যে উপযুক্ত। মানে আপনি ডিজিটাল মার্কেটিং সেক্টর এ একদম এ নতুন, আপনি শুধু কম্পিউটার অন-অফ করতে জানেন তাহলে এই সময় টা আপনাকে দিতে হবে। 


অন্য আরেকটি সেক্টরে কর্মরত অবস্থায় ডিজিটাল মার্কেটিং শিখতে কত সময় লাগবে?

আমি অনেকের কাছেই, এই প্রশ্নটি পেয়ে থাকি। সেটা হলো: আমি অন্য আরেকটি সেক্টরে কর্মরত আছি কিন্তু আমি পাশাপাশি ডিজিটাল মার্কেটিং শিখে কিছু করতে চাই। তাহলে আমাকে কত টুকু সময় দিতে হবে? এটার উত্তর খুঁজতে চাইলে আমার কয়েকটি প্রশ্নের উত্তর দিন। প্রথমত, আপনি আপনার কর্ম, সংসার, পরিবার ও অন্যান্য কাজ করে প্রতিদিন কত টুকু সময় দিতে পারবেন? যদি আপনার উত্তর এমন হয় যে, আপনি এক ঘন্টা অথবা এক ঘন্টার ওপরে প্রতিদিন সময় দিতে পারবেন তাহলে আপনাকে ওয়েলকাম। 


প্রতিদিন সময় দিতে হবে কেন?

ডিজিটাল মার্কেটিং সেক্টর এর কাজ গুলি চর্চা নির্ভর। আপনি যত বেশি চর্চা করবেন ততবেশি রেজাল্ট পাবেন। আপনি যদি চিন্তা করেন, আমি সপ্তাহে একদিন সময় দেব আর সেদিন সারা দিন কাজ করবো তাহলে সেটা আরেকটি ভুল সিদ্ধান্ত হবে। আরেকটি বিষয় হলো ডিজিটাল মার্কেটিং এর আন্ডার এ যেই প্লাটফর্ম গুলি ব্যবহার করা হয়ে থাকে সেগুলি কিছুদিন পর পর ই আপডেট হয়ে থাকে। যেকারণে আপনি রেগুলার চর্চার মধ্যে থাকলে সেই আপডেট গুলির সাথে তাল মিলিয়ে আপনার কাজের ধরন ও চেঞ্জ করে নতুন আসা নিয়ম বা পলিসি কে স্বাগতম করতে পারবেন।  নইলে আপনি যেই কাজে পূর্বে যেই রেজাল্ট পাইছেন সেই কাজে আপনি সামনে সেই রেজাল্ট নাও পেতে পারেন। 


কর্মরত-অবস্থায়-ডিজিটাল-মার্কেটিং-শিখতে-কত-সময়-লাগবে

আমি প্রতিদিন সময় দিতে রাজি তাহলে শুরু করবো কথা থেকে?

শুরু করাটা নির্ভর করছে আপনার বেসিক কতটুকু আছে তার ওপর। আপনি যদি একেবারে বিগিনার হয়ে থাকেন তাহলে আপনি ডিজিটাল মার্কেটিং কোনো বোরো ভাই, অথবা ডিজিটাল মার্কেটিং টিচার এর সাথে ওয়ান টু ওয়ান এ শিখা শুরু করতে পারেন। আপনি যদি মিডিয়াম লেভেল এর বেসিক সম্পন্ন একজন হয়ে থাকেন তাহলে আপনি ইউটুবে এ ভিডিও দেখে ডিজিটাল মার্কেটিং শেখা শুরু করতে পারেন। আর যদি আপনার বেসিক প্রফেশনাল লেভেল এর হয়ে থাকে তাহলে আপনি কোনো ইনস্টিটিউট থেকে প্রফেশনাল কোর্স দিয়ে শুরু করতে পারেন। তবে আপনি যেই লেভেল এর বেসিক নিয়ে শুরু করুন না কেন - চাইলে আমাদের প্রধান সাইট টি ভিজিট করে দেখতে পারেন। 


ডিজিটাল মার্কেটিং শিখতে সবচেয়ে বেশি সময় কিসে দিতে হয়?

সবচেয়ে বেশি সময় দিতে হয় কিসে সেটার উত্তর দেবার আগে আপনাকে আমি একটি প্রশ্ন করি সেটার উত্তর দেন। আপনি ডিজিটাল মার্কেটিং এর যেই বিষয় গুলি শিখেছেন তার মধ্যে কোন বিষয় টা আপনি এভোয়েড করেন? জি, যেই বিষয় টা আপনি এভোয়েড করেন বা আপনি সাধারণত বেশি ভালো পারেন না সেটা তেই সবচাইতে বেশি সময় দিবেন। 

ডিজিটাল মার্কেটিং শেখার উপায় - ডিজিটাল মাঝি

May 25, 2021

আমরা ডিজিটাল মার্কেটিং শিখতে চাই। ডিজিটাল মার্কেটিং শেখার জন্য আমরা গুগল এ “ডিজিটাল মার্কেটিং শেখার উপায়” সার্চ করে থাকি। গুগোল আমাদেরকে অনেক রেজাল্ট দিয়ে থাকে। যার মধ্যে থেকে কাঙ্ক্ষিত রেজাল্ট খুঁজে বের করা সবসময় সম্ভব হয়ে উঠে না। 

আমরা আসলে যা লিখে গুগলে সার্চ দেই তাতে আমাদের কখনো বা বাংলা ওয়েবসাইট আবার কখনো বা ইংরেজি ওয়েবসাইট চলে আসে। এটা হওয়ার কারণ হচ্ছে সার্চ ধরন। আমরা হয়তো বা কিওয়ার্ড এর সম্পর্কে জেনেছি। এক কথায় বলতে গেলে কিওয়ার্ড হলো আমাদের লেখা সেই সকল ওয়ার্ড যা আমরা  গুগোল এ লিখে থাকি। শুধু গুগল বললে ভুল বলা হবে, বলা উচিত সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিনের মধ্যে গুগোল অন্যতম। 


নিজে নিজেকে শিখাতে হবে

ডিজিটাল মার্কেটিং কেউ কাউকে পরিপূর্ণভাবে শিখিয়ে দিতে পারেনা। আমার কথা ঠিক মনে না হলে আমি এর ব্যাখ্যা দিতে পারি। আমরা সব সময় চিন্তা করি, কেউ  আমাকে পথ দেখাবে এবং আমি সেই পথেই  যাব। এটা সম্পূর্ণ ভুল। আমি বলব এক্ষেত্রে আপনার যেটা করা উচিত সেটা হল আপনার নিজের পথ নিজেই তৈরি করা। .


একটু  বুঝিয়ে বলি 

বর্তমানে আপনি ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম এর মাধ্যমে খুব সহজে ডিজিটাল মার্কেটিং এর ভিডিও গুলি দেখে শিখে ফেলতে পারেন এবং আপনার নিজের জন্য আলাদা মাধ্যম খুঁজে বের করতে পারেন। যা আপনাকে নতুনত্ব আনতে সহায়তা করবে।


ডিজিটাল-মার্কেটিং-শেখার-উপায়


ডিজিটাল মার্কেটিং শেখার উপায়

আমার কাছ থেকে ডিজিটাল মার্কেটিং শেখার উপায় যদি দেখা তে হয় তাহলে আমি ডিজিটাল মাঝি কে এক নম্বরে রাখবো। আমাদের প্রধান সাইটটি ভিজিট করে আসতে পারেন।


শিখতে কত সময় লাগে 

ডিজিটাল মার্কেটিং শিখতে হলে আমাদের যথেষ্ট সময় ব্যয় করা লাগবে। একটি ছোট উদাহরণ দেই। আপনি বর্তমানে চাকরি করছেন, অথবা ব্যবসা করছেন। এই  চাকরি বা ব্যবসা যেমন একদিনে তৈরি হয়নি, ঠিক সেরকম ভাবে ডিজিটাল মার্কেটার একদিনে তৈরি করা যায় না। 


 

হয়তো ভাবছেন একটি কোর্স  করব আর শিখে যাবো এটা নিতান্তই ভুল ধারণা হবে। আপনি একটি কোর্স শুরু করা মানে একটা নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন যা আপনাকেই  শেষ করতে হবে। যে আপনাকে পথ দেখাবে সে কিন্তু সেই পথের শেষ টা জানে, কিন্তু আপনি সেটা জানেন না। তাই আপনাকে একটু কেয়ারফুলি সিদ্ধান্ত নিতে হবে।


সিদ্ধান্ত এটাই নিতে হবে যে, আসলে আপনি কোন  কোর্সের জন্য পারফেক্ট আর সেই কোর্স টি আপনি কার কাছ থেকে ভালভাবে শিখতে পারবেন? সেটা কি কোনো ইনস্টিটিউট এ করলে আপনার জন্য ভালো হবে? নাকি আবার ওয়ান টু ওয়ান শিখলে ভালো হবে? সেটা ফিজিক্যালি ক্লাস করলে ভালো হবে নাকি অনলাইনে ক্লাস করলে ভালো হবে?


ডিজিটাল-মার্কেটিং-শেখার অধ্যায়


ভিডিও দেখে কি শেখা যায় না?

জি অবশ্যই যায়। তবে আপনি যদি ইউটিউবে ভিডিও দেখে শিখতে চান! অবশ্য অবশ্যই আপনার বেসিক অনেক ভালো হতে হবে। আপনার বেসিক যদি ভালো না হয় আপনি খুব সহজে বিষয়গুলো ক্যাপচার করতে পারবেন না। যারা ইউটিউবে ভিডিও তৈরি করে তারা কিন্তু একটা টার্গেট অডিয়েন্স কে কেন্দ্র করে ভিডিওগুলি বানায়। সেই টার্গেট অডিয়েন্স এর বেসিক লেভেল একটা ধরে নিয়ে কিন্তু ভিডিও বানানো হয়। আপনাদের যদি বেসিক তার থেকে কম হয় তাহলে আপনার জন্য ইউটিউবে ভিডিও দেখে ডিজিটাল মার্কেটিং শেখা একটু কষ্টকর হয়ে যাওয়াটাই কি স্বাভাবিক নয়।


ডিজিটাল মাঝি ছাড়া আর কোথা থেকে ডিজিটাল মার্কেটিং শেখা যেতে পারে?

আমি কয়েকটা পয়েন্ট বলে দিচ্ছি সেই পয়েন্টগুলি অথবা সে প্রশ্নগুলির উত্তর আপনি দেন। তাহলে আপনি বুঝতে পারবেন কোথা থেকে আসলে আপনার ডিজিটাল মার্কেটিং শেখা শুরু করা উচিত।

প্রথম প্রশ্ন হলো আপনি কোথায় থাকেন?

দ্বিতীয় প্রশ্ন হলো আপনি যেখানে থাকেন সেখানে কে বা কোন ইনস্টিটিউট ডিজিটাল মার্কেটিং বিষয় গুলি সুন্দরভাবে শিখিয়ে থাকে?

যিনি আপনাকে শেখাবে তার বর্তমান অবস্থা কেমন?

যেই ইনস্টিটিউট এ আপনি শিখতে চাচ্ছেন, সেই ইনস্টিটিউটের পূর্বের স্টুডেন্টরা কি করছে?

নিজেকে প্রশ্ন করুন, আপনি কি ব্যাচে ক্লাস করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন নাকি সরাসরি স্যার এর সাথে ওয়ান টু ওয়ান ক্লাস করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করবেন?


উপরের প্রশ্নের উত্তর আপনি দিতে পারলে, আপনি নিজেই বের করতে পারবেন আপনার ডিজিটাল মার্কেটিং শেখার অধ্যায় কথা থেকে শুরু করা উচিত। সর্বোপরি আমার এটাই বলা উচিত আপনাকে যে, ডিজিটাল মারকেটিং আপনি কোন বড় ভাই অথবা স্যার অথবা কোন ইনস্টিটিউটের এ শিখতে শুরু করলে, আপনার পরবর্তী এক বছর ধৈর্য ধরে সেই স্কিল গুলি রপ্ত করে বাস্তবসম্মত উপায়ে এক্সপেরিমেন্ট করা উচিত। এবং সেই এক্সপেরিমেন্ট থেকে দুটি বিষয় খুঁজে বের করা উচিত। একটি হলো আপনি কতটুকু আগাতে পেরেছেন আর আরেকটি হলো ভুলগুলিকে শনাক্ত করা উচিত এবং সেই ভুলগুলো শুধরিয়ে সামনে আগানো উচিত।

Tuesday, May 4, 2021

ডিজিটাল মার্কেটিং শিখতে চাই - ডিজিটাল মাঝি

May 04, 2021

ডিজিটাল মার্কেটিং শিখতে চাই, এই টপিকের উপর অনেকেই আমরা গুগলে সার্চ করে থাকি। 

প্রথমে আমাদের ক্লিয়ার হওয়া দরকার যে ডিজিটাল মার্কেটিং আসলে কি।  আমরা সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে, সবসময়ই শুনে থাকি বা দেখে থাকি যে, ডিজিটাল মার্কেটিং না শিখলে আমরা পিছিয়ে পড়বো। এই কথাটা আসলে কতটা যুক্তিযুক্ত তা ক্লিয়ার হওয়া দরকার।


আসলেই কি ডিজিটাল মার্কেটিং না শিখলে আমি পিছিয়ে পড়বো? 

হ্যাঁ,  বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে,  আমাদের ডিজিটাল মার্কেটিং শেখা অতীব গুরুত্বপূর্ণ।  যারা যুগের সাথে তাল মিলিয়ে চলতে চায়, অথবা যাদের মধ্যে নতুনত্ব কে গ্রহণ করার প্রবণতা রয়েছে তাদের মধ্যেই হয়তো বা আপনি একজন। 


ডিজিটাল-মার্কেটিং-শিখতে-চাই

ডিজিটাল মার্কেটিং শিখতে চাই

আপনি হয়তো  খুঁজছেন এমন একটি প্লাটফর্ম যা আপনাকে খুব সহজে ডিজিটাল মার্কেটিং জগতের সাথে পরিচিতি করে দিবে। এমনই এক প্ল্যাটফর্মের নাম ডিজিটাল মাঝি


একটু পার্থক্য করে নেই ট্রেডিশনাল মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিং এর মধ্যে

ট্রেডিশনাল মার্কেটিংয়ে আমরা টিভিতে এড দেয়া, রেডিও তে এড দেয়া, পেপার-পত্রিকা তে এড দেয়া, ব্যানার তৈরি করা, ফেস্টুন তৈরি করা, বিলবোর্ডে এড দেয়া, এসব উল্লেখযোগ্য উদাহরণ।


আজ ডিজিটাল মার্কেটিং এ যদি কথা বলতে হয়;  তাহলে আমাদের বলতে হয়,  সবার প্রথমে সোশ্যাল মিডিয়া এর কথা। যার মধ্যে ফেসবুক অন্যতম।  পাশাপাশি কোন অংশে কম নয় এমন আরেকটি প্লাটফর্ম হল ইউটিউব। 


তাহলে কি শুধু ফেসবুকে আর ইউটিউবে এড দেয়ায় কি ডিজিটাল মার্কেটিং?  উত্তর হলো না।  ডিজিটাল মার্কেটিং বলতে, আমরা যেটা বুঝি সেটা হল: ইন্টারনেট কে কাজে লাগিয়ে যেকোনো ইলেকট্রনিক্স ডিভাইসে আমি যদি কোন প্রোডাক্ট অথবা সার্ভিসকে প্রমোশন করে থাকি তাহলে তা ডিজিটাল মার্কেটিং হিসেবে পরিগণিত হবে।


হয়তো এখনো আপনি ক্লিয়ার নন। আমি আরেকটু সহজ করে বলি,  

টিভি রেডিও তে আমরা যে সকল অ্যাড দেখি তার ডিজিটাল মার্কেটিং এর আওতায় পড়বে না।  যদি জিজ্ঞেস করেন কেন?  তাহলে উত্তর হল,  সেই গুলিতে ইন্টারনেট ব্যবহার করা হচ্ছেনা।  তারমানে ইলেকট্রনিক ডিভাইসে ইন্টারনেট ব্যবহার করে আমরা যদি কোন এড দেখি তাহলে সেটা ডিজিটাল মার্কেটিং। এখন আপনি হয়তোবা বলতে পারেন আমার টিভিতে ইন্টারনেট রয়েছে!  জি তাহলে সেটা ডিজিটাল মার্কেটিং এর আওতায় পড়বে।  আপনি যদি ইন্টারনেটের সাথে সংযুক্ত থাকে এবং আপনি ইন্টারনেট ব্যবহার করে টিভিতে যদি কোন এড দেখেন তাহলে সেটা ডিজিটাল মার্কেটিং এর আওতায় পড়বে। 


আমরা হয়তো এখন ডিজিটাল মার্কেটিং এর ধারণা অনেকটাই ক্লিয়ার।  আপনি খুঁজছেন এমন একটি প্ল্যাটফর্ম যা আপনাকে ইন্টারনেট ব্যবহার করে ইলেকট্রনিক ডিভাইসে কি করে মার্কেটিংয়ের কাজ করতে হয় তা হাতে-কলমে শিখিয়ে দেবে।  তাহলে অবশ্যই আপনাকে আমি আমাদেরই প্রধান সাইটটি ভিজিট করে আসতে বলব। 


আমাদের এই সাইটটি ডিজিটাল মার্কেটিং এর অনেক জিজ্ঞাসা কে বাংলায় খুব সুন্দর করে বুঝিয়ে দিয়ে থাকে। আমাদের এই সাইট থেকে অনেকেই ডিজিটাল মাঝির প্রধান সাইটে কোর্স করছেন এবং শিখছেন ধাপে ধাপে কাজগুলি।


আরো কিছু কথা না বললেই নয়

আসলে ডিজিটাল মার্কেটিং একদিনে বা এক সপ্তাহে, এক মাসে বা এক বছরে শিখে ফেলার মতো কিছু নয়। আপনাকে ধৈর্য ধরে রুটিন করে ডিজিটাল মার্কেটিং এর কাজ গুলি প্র্যাকটিস করে যেতে হবে।  


ডিজিটাল-মার্কেটিং-এর-ধারণা


আপনি আজ যা শিখছেন তার সামনে পরিবর্তন হয়ে যাবে

উপরের হেডিং টি লেখার কারণ হলো আপনাকে অবহিত করা এই বিষয়ে যে, আপনি ভাবছেন আমি ডিজিটাল মারকেটিং একটি কোর্স করলাম এবং সেখানে যা শেখানো হলো তা আপনি রপ্ত করে ফেললেন এতেই হয়ে যাবে।

আসলে বিষয়টি এমন নয়। কারণ আপনি ডিজিটাল মার্কেটিং শিখলে, অবশ্যই ফেসবুক, ইউটিউব, এসইও এসব শিখবেন। এখানে বলে রাখা দরকার, এই প্রত্যেকটি ফিল্ড প্রতি বৎসর নতুন নতুন আপডেট নিয়ে আসে এবং সেই আপডেট আপনার কাজের গতিবিধি কেউ পরিবর্তন করে।


একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিন

ধরুন আপনার মোবাইল, অবশ্যই স্মার্টফোন যা প্রতিনিয়ত আপডেট হয়। ঠিক সেইরকম গুগল, ফেসবুক, ইউটিউব, এসইও এর আপডেট হয়ে থাকে। তাদের আপডেটের সাথে সাথে আপনার কাজের আপডেট হতে হবে। নইলে আপনি যেমনটি রেজাল্ট আশা করছেন তেমনটি নাও হতে পারে।


আমি জানি অনেক কথা বলে ফেলেছি যা আপনার কাছে একটু কঠিন বলে মনে হলেও হতে পারে। কিন্তু ট্রাস্ট করুন, এটাই সত্য। যুগের সাথে যারা তাল মিলিয়ে চলেছে তারা গেইন করেছে। পিছিয়ে পড়লে আপনি পরবর্তী জেনারেশনের কাছে লজ্জার কারণ হয়ে দাঁড়াতে পারেন।


FOLLOW @ INSTAGRAM

Recent

Random