Tuesday, May 4, 2021

ডিজিটাল মার্কেটিং শিখতে চাই - ডিজিটাল মাঝি

ডিজিটাল মার্কেটিং শিখতে চাই, এই টপিকের উপর অনেকেই আমরা গুগলে সার্চ করে থাকি। 

প্রথমে আমাদের ক্লিয়ার হওয়া দরকার যে ডিজিটাল মার্কেটিং আসলে কি।  আমরা সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে, সবসময়ই শুনে থাকি বা দেখে থাকি যে, ডিজিটাল মার্কেটিং না শিখলে আমরা পিছিয়ে পড়বো। এই কথাটা আসলে কতটা যুক্তিযুক্ত তা ক্লিয়ার হওয়া দরকার।


আসলেই কি ডিজিটাল মার্কেটিং না শিখলে আমি পিছিয়ে পড়বো? 

হ্যাঁ,  বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে,  আমাদের ডিজিটাল মার্কেটিং শেখা অতীব গুরুত্বপূর্ণ।  যারা যুগের সাথে তাল মিলিয়ে চলতে চায়, অথবা যাদের মধ্যে নতুনত্ব কে গ্রহণ করার প্রবণতা রয়েছে তাদের মধ্যেই হয়তো বা আপনি একজন। 


ডিজিটাল-মার্কেটিং-শিখতে-চাই

ডিজিটাল মার্কেটিং শিখতে চাই

আপনি হয়তো  খুঁজছেন এমন একটি প্লাটফর্ম যা আপনাকে খুব সহজে ডিজিটাল মার্কেটিং জগতের সাথে পরিচিতি করে দিবে। এমনই এক প্ল্যাটফর্মের নাম ডিজিটাল মাঝি


একটু পার্থক্য করে নেই ট্রেডিশনাল মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিং এর মধ্যে

ট্রেডিশনাল মার্কেটিংয়ে আমরা টিভিতে এড দেয়া, রেডিও তে এড দেয়া, পেপার-পত্রিকা তে এড দেয়া, ব্যানার তৈরি করা, ফেস্টুন তৈরি করা, বিলবোর্ডে এড দেয়া, এসব উল্লেখযোগ্য উদাহরণ।


আজ ডিজিটাল মার্কেটিং এ যদি কথা বলতে হয়;  তাহলে আমাদের বলতে হয়,  সবার প্রথমে সোশ্যাল মিডিয়া এর কথা। যার মধ্যে ফেসবুক অন্যতম।  পাশাপাশি কোন অংশে কম নয় এমন আরেকটি প্লাটফর্ম হল ইউটিউব। 


তাহলে কি শুধু ফেসবুকে আর ইউটিউবে এড দেয়ায় কি ডিজিটাল মার্কেটিং?  উত্তর হলো না।  ডিজিটাল মার্কেটিং বলতে, আমরা যেটা বুঝি সেটা হল: ইন্টারনেট কে কাজে লাগিয়ে যেকোনো ইলেকট্রনিক্স ডিভাইসে আমি যদি কোন প্রোডাক্ট অথবা সার্ভিসকে প্রমোশন করে থাকি তাহলে তা ডিজিটাল মার্কেটিং হিসেবে পরিগণিত হবে।


হয়তো এখনো আপনি ক্লিয়ার নন। আমি আরেকটু সহজ করে বলি,  

টিভি রেডিও তে আমরা যে সকল অ্যাড দেখি তার ডিজিটাল মার্কেটিং এর আওতায় পড়বে না।  যদি জিজ্ঞেস করেন কেন?  তাহলে উত্তর হল,  সেই গুলিতে ইন্টারনেট ব্যবহার করা হচ্ছেনা।  তারমানে ইলেকট্রনিক ডিভাইসে ইন্টারনেট ব্যবহার করে আমরা যদি কোন এড দেখি তাহলে সেটা ডিজিটাল মার্কেটিং। এখন আপনি হয়তোবা বলতে পারেন আমার টিভিতে ইন্টারনেট রয়েছে!  জি তাহলে সেটা ডিজিটাল মার্কেটিং এর আওতায় পড়বে।  আপনি যদি ইন্টারনেটের সাথে সংযুক্ত থাকে এবং আপনি ইন্টারনেট ব্যবহার করে টিভিতে যদি কোন এড দেখেন তাহলে সেটা ডিজিটাল মার্কেটিং এর আওতায় পড়বে। 


আমরা হয়তো এখন ডিজিটাল মার্কেটিং এর ধারণা অনেকটাই ক্লিয়ার।  আপনি খুঁজছেন এমন একটি প্ল্যাটফর্ম যা আপনাকে ইন্টারনেট ব্যবহার করে ইলেকট্রনিক ডিভাইসে কি করে মার্কেটিংয়ের কাজ করতে হয় তা হাতে-কলমে শিখিয়ে দেবে।  তাহলে অবশ্যই আপনাকে আমি আমাদেরই প্রধান সাইটটি ভিজিট করে আসতে বলব। 


আমাদের এই সাইটটি ডিজিটাল মার্কেটিং এর অনেক জিজ্ঞাসা কে বাংলায় খুব সুন্দর করে বুঝিয়ে দিয়ে থাকে। আমাদের এই সাইট থেকে অনেকেই ডিজিটাল মাঝির প্রধান সাইটে কোর্স করছেন এবং শিখছেন ধাপে ধাপে কাজগুলি।


আরো কিছু কথা না বললেই নয়

আসলে ডিজিটাল মার্কেটিং একদিনে বা এক সপ্তাহে, এক মাসে বা এক বছরে শিখে ফেলার মতো কিছু নয়। আপনাকে ধৈর্য ধরে রুটিন করে ডিজিটাল মার্কেটিং এর কাজ গুলি প্র্যাকটিস করে যেতে হবে।  


ডিজিটাল-মার্কেটিং-এর-ধারণা


আপনি আজ যা শিখছেন তার সামনে পরিবর্তন হয়ে যাবে

উপরের হেডিং টি লেখার কারণ হলো আপনাকে অবহিত করা এই বিষয়ে যে, আপনি ভাবছেন আমি ডিজিটাল মারকেটিং একটি কোর্স করলাম এবং সেখানে যা শেখানো হলো তা আপনি রপ্ত করে ফেললেন এতেই হয়ে যাবে।

আসলে বিষয়টি এমন নয়। কারণ আপনি ডিজিটাল মার্কেটিং শিখলে, অবশ্যই ফেসবুক, ইউটিউব, এসইও এসব শিখবেন। এখানে বলে রাখা দরকার, এই প্রত্যেকটি ফিল্ড প্রতি বৎসর নতুন নতুন আপডেট নিয়ে আসে এবং সেই আপডেট আপনার কাজের গতিবিধি কেউ পরিবর্তন করে।


একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিন

ধরুন আপনার মোবাইল, অবশ্যই স্মার্টফোন যা প্রতিনিয়ত আপডেট হয়। ঠিক সেইরকম গুগল, ফেসবুক, ইউটিউব, এসইও এর আপডেট হয়ে থাকে। তাদের আপডেটের সাথে সাথে আপনার কাজের আপডেট হতে হবে। নইলে আপনি যেমনটি রেজাল্ট আশা করছেন তেমনটি নাও হতে পারে।


আমি জানি অনেক কথা বলে ফেলেছি যা আপনার কাছে একটু কঠিন বলে মনে হলেও হতে পারে। কিন্তু ট্রাস্ট করুন, এটাই সত্য। যুগের সাথে যারা তাল মিলিয়ে চলেছে তারা গেইন করেছে। পিছিয়ে পড়লে আপনি পরবর্তী জেনারেশনের কাছে লজ্জার কারণ হয়ে দাঁড়াতে পারেন।


No comments:

Post a Comment

Recent

Random