Tuesday, May 25, 2021

ডিজিটাল মার্কেটিং শিখতে কতদিন লাগে - ডিজিটাল মাঝি

আমরা যারা ডিজিটাল মার্কেটিং শিখতে চাই, তারা সবসময় খুঁজতে থাকি যে, ডিজিটাল মার্কেটিং শিখতে আসলে কত সময় লাগবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে হয়তো বিভিন্ন ইনস্টিটিউটের ডিজিটাল মার্কেটিং কোর্সের মেয়াদ দেখেছেন। কোনো ইনস্টিটিউট বলছে শর্ট কোর্স যা ১০ থেকে ১৫ দিনের আবার কেউ বলছে ৩ মাস আবার কেউ বা ৬ মাস আবার কেউ বলে ফেলছে যে ১ বছরের ডিপ্লোমা। 

এসব দেখে ঘাবড়ানোর কিছু নেই। এসব দেখে আপনি ভাবছেন আপনার ডিজিটাল মার্কেটিং শিখতে এমনি সময় লাগবে। আসলে এটা আপনার একটা ভুল ধারণা হতে পারে। 


ছোট টপিক নয়!

প্রথমেই বলে নেই, ডিজিটাল মার্কেটিং - এটা ছোট টপিক নয়। ডিজিটাল মার্কেটিং আসলে অনেক গুলি কোর্সকে সমন্বয় করে থাকে। ইলেকট্রনিক ডিভাইস এ ইন্টারনেট সংযুক্ত আছে তাহলেই সেই ডিভাইস ইউজার আপনার ডিজিটাল মার্কেটিং নেটওয়ার্ক এর আওতায় পরে যাবে। অর্থাৎ আপনি সেই ইউজার এর কাছে কি করে আপনার প্রোডাক্ট/সার্ভিস প্রমোট করবেন তা আপনাকে শিখে হবে। বিষয় টি যত সহজে লিখে দিলাম আসলে সেটা সঠিক ভাবে করতে পারার জন্যে আপনার ডিজিটাল মার্কেটিং এর স্কিল গুলির পারদর্শিতাও সেই লেভেল এর হতে হবে।


ডিজিটাল-মার্কেটিং-শিখতে-কতদিন-লাগে

তাহলে ডিজিটাল মার্কেটিং শিখতে কতদিন লাগে?

ডিজিটাল মার্কেটিং এর বেসিক এ ভালো হতে গেলে আপনার কমপক্ষে ১ বছর লেগে থাকতে হবে। আর যদি আপনি প্রফেশনাল লেভেল এর একজন হতে চান তাহলে আপনাকে কয়েকটি বছর রুটিন করে ডিজিটাল মার্কেটিং এর টপিক গুলি চর্চা করে যেতে হবে। আমার কথায় আপনি যদি একমত না হন তাহলে আমি আমার দিক থেকে ক্লিয়ার করে দেই। এখানে আমি যে সময় টা প্রজেকশন করেছি তা একজন ফ্রেশার এর জন্যে উপযুক্ত। মানে আপনি ডিজিটাল মার্কেটিং সেক্টর এ একদম এ নতুন, আপনি শুধু কম্পিউটার অন-অফ করতে জানেন তাহলে এই সময় টা আপনাকে দিতে হবে। 


অন্য আরেকটি সেক্টরে কর্মরত অবস্থায় ডিজিটাল মার্কেটিং শিখতে কত সময় লাগবে?

আমি অনেকের কাছেই, এই প্রশ্নটি পেয়ে থাকি। সেটা হলো: আমি অন্য আরেকটি সেক্টরে কর্মরত আছি কিন্তু আমি পাশাপাশি ডিজিটাল মার্কেটিং শিখে কিছু করতে চাই। তাহলে আমাকে কত টুকু সময় দিতে হবে? এটার উত্তর খুঁজতে চাইলে আমার কয়েকটি প্রশ্নের উত্তর দিন। প্রথমত, আপনি আপনার কর্ম, সংসার, পরিবার ও অন্যান্য কাজ করে প্রতিদিন কত টুকু সময় দিতে পারবেন? যদি আপনার উত্তর এমন হয় যে, আপনি এক ঘন্টা অথবা এক ঘন্টার ওপরে প্রতিদিন সময় দিতে পারবেন তাহলে আপনাকে ওয়েলকাম। 


প্রতিদিন সময় দিতে হবে কেন?

ডিজিটাল মার্কেটিং সেক্টর এর কাজ গুলি চর্চা নির্ভর। আপনি যত বেশি চর্চা করবেন ততবেশি রেজাল্ট পাবেন। আপনি যদি চিন্তা করেন, আমি সপ্তাহে একদিন সময় দেব আর সেদিন সারা দিন কাজ করবো তাহলে সেটা আরেকটি ভুল সিদ্ধান্ত হবে। আরেকটি বিষয় হলো ডিজিটাল মার্কেটিং এর আন্ডার এ যেই প্লাটফর্ম গুলি ব্যবহার করা হয়ে থাকে সেগুলি কিছুদিন পর পর ই আপডেট হয়ে থাকে। যেকারণে আপনি রেগুলার চর্চার মধ্যে থাকলে সেই আপডেট গুলির সাথে তাল মিলিয়ে আপনার কাজের ধরন ও চেঞ্জ করে নতুন আসা নিয়ম বা পলিসি কে স্বাগতম করতে পারবেন।  নইলে আপনি যেই কাজে পূর্বে যেই রেজাল্ট পাইছেন সেই কাজে আপনি সামনে সেই রেজাল্ট নাও পেতে পারেন। 


কর্মরত-অবস্থায়-ডিজিটাল-মার্কেটিং-শিখতে-কত-সময়-লাগবে

আমি প্রতিদিন সময় দিতে রাজি তাহলে শুরু করবো কথা থেকে?

শুরু করাটা নির্ভর করছে আপনার বেসিক কতটুকু আছে তার ওপর। আপনি যদি একেবারে বিগিনার হয়ে থাকেন তাহলে আপনি ডিজিটাল মার্কেটিং কোনো বোরো ভাই, অথবা ডিজিটাল মার্কেটিং টিচার এর সাথে ওয়ান টু ওয়ান এ শিখা শুরু করতে পারেন। আপনি যদি মিডিয়াম লেভেল এর বেসিক সম্পন্ন একজন হয়ে থাকেন তাহলে আপনি ইউটুবে এ ভিডিও দেখে ডিজিটাল মার্কেটিং শেখা শুরু করতে পারেন। আর যদি আপনার বেসিক প্রফেশনাল লেভেল এর হয়ে থাকে তাহলে আপনি কোনো ইনস্টিটিউট থেকে প্রফেশনাল কোর্স দিয়ে শুরু করতে পারেন। তবে আপনি যেই লেভেল এর বেসিক নিয়ে শুরু করুন না কেন - চাইলে আমাদের প্রধান সাইট টি ভিজিট করে দেখতে পারেন। 


ডিজিটাল মার্কেটিং শিখতে সবচেয়ে বেশি সময় কিসে দিতে হয়?

সবচেয়ে বেশি সময় দিতে হয় কিসে সেটার উত্তর দেবার আগে আপনাকে আমি একটি প্রশ্ন করি সেটার উত্তর দেন। আপনি ডিজিটাল মার্কেটিং এর যেই বিষয় গুলি শিখেছেন তার মধ্যে কোন বিষয় টা আপনি এভোয়েড করেন? জি, যেই বিষয় টা আপনি এভোয়েড করেন বা আপনি সাধারণত বেশি ভালো পারেন না সেটা তেই সবচাইতে বেশি সময় দিবেন। 

No comments:

Post a Comment

Recent

Random