Saturday, June 5, 2021

ডিজিটাল মার্কেটিং কোর্স - ডিজিটাল মাঝি

বর্তমান সময়ে যদি বলা হয়, অবসর সময় কি করে কাটাতে চান? তাহলে বেশিরভাগ স্টুডেন্ট থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক সকলেই উত্তর দেয় ডিজিটাল মার্কেটিং কোর্স করতে চাই। এটা আসলে বলাই বাহুল্য যে, ডিজিটাল মার্কেটিং কোর্স করতে চাওয়াটা সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। আমরা সকলেই বর্তমানে ডিজিটাল মার্কেটার হতে চাই। আমরা ডিজিটাল মার্কেটিং শিখে উপার্জন করতে চাই। হয়তো আমাদের মধ্যে অধিকাংশই জানিনা প্রসেস টা কি? তাই আমরা ডিজিটাল মার্কেটিং কোর্স করার জন্য আগ্রহী হয়ে উঠি এবং কোথায় ভালো মানের ডিজিটাল মার্কেটিং কোর্স করানো হয় সেটা খুঁজতে থাকি।


ডিজিটাল মার্কেটিং কোর্স কোথায় শেখা যেতে পারে?

সত্যি কথা বলতে আমি ডিজিটাল মার্কেটিং কোর্স এর  জন্য কাউকে রেফারেন্স হিসেবে নাম বলতে চাই না। তারপরও আপনি যেহেতু এই প্রশ্নের উত্তর খুঁজছেন তাই আপনাকে আমি প্রথমেই বলব আপনি আপনার এরিয়াতে ঘুরে দেখুন যে কোন ইনস্টিটিউট বা বড় ভাইয়েরা আছে, যারা ডিজিটাল মার্কেটিং কোর্স করিয়ে থাকে তাদের মধ্যে থেকে যাদের অবস্থান একটু ভালো, যারা আপনার সাথে একটু ফ্রেন্ডলি তাদেরকে আপনি বেছে নিতে পারেন। কোর্স করার জন্য কিন্তু আর একটি কথা না বললেই নয়, কোর্স করাটা শুধু আপনার শেখার পথে সিঁড়ি হয়ে দাঁড়াতে নাও পারে। এজন্য প্রথমে একটু নিজেকে তৈরী করার জন্য আমাদের ডিজিটাল মাঝির প্রধান সাইটটি ভিজিট করে আসতে পারেন।


ডিজিটাল মার্কেটিং কোর্স শুরু করার আগে কি করণীয়?

খুবই চমৎকার একটি প্রশ্ন যেটা আপনার কৌতুহল দূর করতে সহায়তা করবে। আমি অনেক খুশি যে এই প্রশ্নটির উত্তর আমি দিতে পারছি। ডিজিটাল মার্কেটিং কোর্স শুরু করার আগে কি করনীয়? এটা আপনার কোর্স করতে চাওয়ার যে ক্ষুধাটা রয়েছে সেটা পরিপূর্ণভাবে পূরণ করার জন্য সবচেয়ে বেশি সহায়ক হবে। প্রথমেই বলতে চাই কোর্স করার আগে ডিজিটাল মাঝি একটু ঘুরে দেখতে পারেন কারণ এই সাইটে ডিজিটাল মার্কেটিং নিয়ে অনেক রিসোর্স রয়েছে যা আপনাকে অনেক কিছু শিখিয়ে দেবে। এর পরে যেটা করতে পারেন, সেটা হল কিছু ইউটিউব ভিডিও দেখতে পারেন। যে ভিডিওগুলি আপনাকে এটা বুঝাতে সাহায্য করবে যে আসলে আপনি এই কোর্সের জন্য কতটুকু তৈরী। আপনি একটি কোর্স শুরু করলেন এবং সেই কোর্সের ক্লাস গুলি করলেন এবং ক্লাস গুলি করার পর আপনি দেখলেন যে আপনার দ্বারা এটা হয়তো বা একটু কঠিন হয়ে পড়ছে। কিন্তু সেই কঠিনতা দূর করার জন্য ডিজিটাল মাঝি এবং ইউটিউব ভিডিওগুলি আপনাকে সহায়তা করবে বলে আমি মনে করি।

ডিজিটাল-মার্কেটিং-কোর্স

ডিজিটাল মার্কেটিং কোর্স চলাকালীন কি করা উচিত?

আপনি যদি একটি ডিজিটাল মার্কেটিং কোর্স করতে থাকেন এবং সেই কোর্স চলাকালীন সময়ে আপনি যদি মনে করেন যে আপনি ক্লাসে আসছেন এবং শিখতে শুরু কোরেছেন। তাহলে আপনি আসলেই ভুল করছেন। আপনি ক্লাসটি করার পর এই ক্লাস এর ভিডিও যদি আপনাকে স্যার প্রোভাইড করে থাকে, অথবা লেকচার দিয়ে থাকে তা অবশ্যই বাসায় এসে প্র্যাকটিস করুন। ক্লাসে যতটুকু প্র্যাকটিক্যাল আপনি শিখেছেন তা নিজে নিজে আরেকবার পড়ুন এবং সবচেয়ে ভাল হয় আপনি যেটা শিখেছেন সেটা আপনার ফ্যামিলির অথবা আপনার বন্ধু বান্ধবীর কাউকে আপনি সেটা পুরোপুরি শিখিয়ে দিন। আপনি ভাবছেন যে এটা হয়তো বা আপনার থেকে চলে যাচ্ছে। আপনার ক্ষতি হচ্ছে। আসলে কিন্তু তা নয়। আপনি যখন আরেকজনকে বোঝাতে সক্ষম হবেন। তখনই আপনি সবচেয়ে বেশি শিখতে পারবেন। 


কোর্স করে কি উপার্জন শুরু করে ফেলা সম্ভব?

এটা নির্ভর করে সম্পূর্ণরূপে আপনার কি পরিমান স্কিল রয়েছে তার ওপর। আপনার যিনি টিচার রয়েছে তার ইন্সট্রাকশন অনুযায়ী কাজ করে আপনি হয়ত কোর্স শেষ করার পূর্বেই উপার্জনে যেতে সক্ষম হতে পারেন। কিন্তু আপনার স্কিল লেভেল যদি একটু কম থাকে তাহলে আপনার অবশ্য অবশ্যই ধৈর্য ধরতে হবে তবে আমি এটুকু বলব কোর্স করা মানেই উপার্জন করা নয়। আপনি একটি লাইন বা পথ বেছে নিয়েছেন। আপনাকে সেই পথে হাটতে হবে তবে ধৈর্য এবং সময় নিয়ে এগোতে হবে। তাহলেই আপনি সফলতার দেখা পাবেন। 


ডিজিটাল-মার্কেটিং-কোর্স-শুরু-করার-আগে-কি-করণীয়

কোর্স কি অনলাইন এ করবো নাকি সামনা সামনি?

যদি সুযোগ থাকে তবে অবশ্য অবশ্যই কোর্স আপনার টিচারের সামনাসামনি করার চেষ্টা করুন। কিন্তু যদি কোন সুযোগ না থাকে, আপনি যদি নিরুপায় থাকেন এবং আপনার টিচার ও যদি নিরুপায় থাকে তবে কোর্স অনলাইন এ করুন। আমি পার্থক্য করতে চাই না যে, কোনটা ভালো? তবে সামনাসামনি হলে আপনার এক্সপ্রেশন দিয়ে আপনার টিচার খুব সহজেই বুঝতে পারবে যে আপনার কোন জিনিসটা শিখতে ভাল স্বাচ্ছন্দ্যবোধ করছেন। আর কোন জিনিসটা বুঝতে একটু কঠিন মনে হচ্ছে।

No comments:

Post a Comment

Recent

Random