Tuesday, May 25, 2021

ডিজিটাল মার্কেটিং শেখার উপায় - ডিজিটাল মাঝি

আমরা ডিজিটাল মার্কেটিং শিখতে চাই। ডিজিটাল মার্কেটিং শেখার জন্য আমরা গুগল এ “ডিজিটাল মার্কেটিং শেখার উপায়” সার্চ করে থাকি। গুগোল আমাদেরকে অনেক রেজাল্ট দিয়ে থাকে। যার মধ্যে থেকে কাঙ্ক্ষিত রেজাল্ট খুঁজে বের করা সবসময় সম্ভব হয়ে উঠে না। 

আমরা আসলে যা লিখে গুগলে সার্চ দেই তাতে আমাদের কখনো বা বাংলা ওয়েবসাইট আবার কখনো বা ইংরেজি ওয়েবসাইট চলে আসে। এটা হওয়ার কারণ হচ্ছে সার্চ ধরন। আমরা হয়তো বা কিওয়ার্ড এর সম্পর্কে জেনেছি। এক কথায় বলতে গেলে কিওয়ার্ড হলো আমাদের লেখা সেই সকল ওয়ার্ড যা আমরা  গুগোল এ লিখে থাকি। শুধু গুগল বললে ভুল বলা হবে, বলা উচিত সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিনের মধ্যে গুগোল অন্যতম। 


নিজে নিজেকে শিখাতে হবে

ডিজিটাল মার্কেটিং কেউ কাউকে পরিপূর্ণভাবে শিখিয়ে দিতে পারেনা। আমার কথা ঠিক মনে না হলে আমি এর ব্যাখ্যা দিতে পারি। আমরা সব সময় চিন্তা করি, কেউ  আমাকে পথ দেখাবে এবং আমি সেই পথেই  যাব। এটা সম্পূর্ণ ভুল। আমি বলব এক্ষেত্রে আপনার যেটা করা উচিত সেটা হল আপনার নিজের পথ নিজেই তৈরি করা। .


একটু  বুঝিয়ে বলি 

বর্তমানে আপনি ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম এর মাধ্যমে খুব সহজে ডিজিটাল মার্কেটিং এর ভিডিও গুলি দেখে শিখে ফেলতে পারেন এবং আপনার নিজের জন্য আলাদা মাধ্যম খুঁজে বের করতে পারেন। যা আপনাকে নতুনত্ব আনতে সহায়তা করবে।


ডিজিটাল-মার্কেটিং-শেখার-উপায়


ডিজিটাল মার্কেটিং শেখার উপায়

আমার কাছ থেকে ডিজিটাল মার্কেটিং শেখার উপায় যদি দেখা তে হয় তাহলে আমি ডিজিটাল মাঝি কে এক নম্বরে রাখবো। আমাদের প্রধান সাইটটি ভিজিট করে আসতে পারেন।


শিখতে কত সময় লাগে 

ডিজিটাল মার্কেটিং শিখতে হলে আমাদের যথেষ্ট সময় ব্যয় করা লাগবে। একটি ছোট উদাহরণ দেই। আপনি বর্তমানে চাকরি করছেন, অথবা ব্যবসা করছেন। এই  চাকরি বা ব্যবসা যেমন একদিনে তৈরি হয়নি, ঠিক সেরকম ভাবে ডিজিটাল মার্কেটার একদিনে তৈরি করা যায় না। 


 

হয়তো ভাবছেন একটি কোর্স  করব আর শিখে যাবো এটা নিতান্তই ভুল ধারণা হবে। আপনি একটি কোর্স শুরু করা মানে একটা নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন যা আপনাকেই  শেষ করতে হবে। যে আপনাকে পথ দেখাবে সে কিন্তু সেই পথের শেষ টা জানে, কিন্তু আপনি সেটা জানেন না। তাই আপনাকে একটু কেয়ারফুলি সিদ্ধান্ত নিতে হবে।


সিদ্ধান্ত এটাই নিতে হবে যে, আসলে আপনি কোন  কোর্সের জন্য পারফেক্ট আর সেই কোর্স টি আপনি কার কাছ থেকে ভালভাবে শিখতে পারবেন? সেটা কি কোনো ইনস্টিটিউট এ করলে আপনার জন্য ভালো হবে? নাকি আবার ওয়ান টু ওয়ান শিখলে ভালো হবে? সেটা ফিজিক্যালি ক্লাস করলে ভালো হবে নাকি অনলাইনে ক্লাস করলে ভালো হবে?


ডিজিটাল-মার্কেটিং-শেখার অধ্যায়


ভিডিও দেখে কি শেখা যায় না?

জি অবশ্যই যায়। তবে আপনি যদি ইউটিউবে ভিডিও দেখে শিখতে চান! অবশ্য অবশ্যই আপনার বেসিক অনেক ভালো হতে হবে। আপনার বেসিক যদি ভালো না হয় আপনি খুব সহজে বিষয়গুলো ক্যাপচার করতে পারবেন না। যারা ইউটিউবে ভিডিও তৈরি করে তারা কিন্তু একটা টার্গেট অডিয়েন্স কে কেন্দ্র করে ভিডিওগুলি বানায়। সেই টার্গেট অডিয়েন্স এর বেসিক লেভেল একটা ধরে নিয়ে কিন্তু ভিডিও বানানো হয়। আপনাদের যদি বেসিক তার থেকে কম হয় তাহলে আপনার জন্য ইউটিউবে ভিডিও দেখে ডিজিটাল মার্কেটিং শেখা একটু কষ্টকর হয়ে যাওয়াটাই কি স্বাভাবিক নয়।


ডিজিটাল মাঝি ছাড়া আর কোথা থেকে ডিজিটাল মার্কেটিং শেখা যেতে পারে?

আমি কয়েকটা পয়েন্ট বলে দিচ্ছি সেই পয়েন্টগুলি অথবা সে প্রশ্নগুলির উত্তর আপনি দেন। তাহলে আপনি বুঝতে পারবেন কোথা থেকে আসলে আপনার ডিজিটাল মার্কেটিং শেখা শুরু করা উচিত।

প্রথম প্রশ্ন হলো আপনি কোথায় থাকেন?

দ্বিতীয় প্রশ্ন হলো আপনি যেখানে থাকেন সেখানে কে বা কোন ইনস্টিটিউট ডিজিটাল মার্কেটিং বিষয় গুলি সুন্দরভাবে শিখিয়ে থাকে?

যিনি আপনাকে শেখাবে তার বর্তমান অবস্থা কেমন?

যেই ইনস্টিটিউট এ আপনি শিখতে চাচ্ছেন, সেই ইনস্টিটিউটের পূর্বের স্টুডেন্টরা কি করছে?

নিজেকে প্রশ্ন করুন, আপনি কি ব্যাচে ক্লাস করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন নাকি সরাসরি স্যার এর সাথে ওয়ান টু ওয়ান ক্লাস করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করবেন?


উপরের প্রশ্নের উত্তর আপনি দিতে পারলে, আপনি নিজেই বের করতে পারবেন আপনার ডিজিটাল মার্কেটিং শেখার অধ্যায় কথা থেকে শুরু করা উচিত। সর্বোপরি আমার এটাই বলা উচিত আপনাকে যে, ডিজিটাল মারকেটিং আপনি কোন বড় ভাই অথবা স্যার অথবা কোন ইনস্টিটিউটের এ শিখতে শুরু করলে, আপনার পরবর্তী এক বছর ধৈর্য ধরে সেই স্কিল গুলি রপ্ত করে বাস্তবসম্মত উপায়ে এক্সপেরিমেন্ট করা উচিত। এবং সেই এক্সপেরিমেন্ট থেকে দুটি বিষয় খুঁজে বের করা উচিত। একটি হলো আপনি কতটুকু আগাতে পেরেছেন আর আরেকটি হলো ভুলগুলিকে শনাক্ত করা উচিত এবং সেই ভুলগুলো শুধরিয়ে সামনে আগানো উচিত।

No comments:

Post a Comment

Recent

Random